শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

সাবেক মেয়র আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুগের চিন্তা রিপোর্ট :

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪  

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তবে এই নিষেধাজ্ঞার বিষয়ে সাবেক এই মেয়র বলেছেন, আমার জন্য নিষেধাজ্ঞা চাইতে হবে কেন? আমিতো পালিয়ে যাইনি, দেশ ছাড়ার চেষ্টা কিংবা চিন্তা কোনটাই করিনি। আমি তো বাসায়ই আছি।

 

আবেদনে বলা হয়, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত-আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। গত ১২ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। 

 

নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার মেয়ে আইভী মেয়র পদে ২০১১ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হন। তারপর টানা তৃতীয়বার মেয়র নির্বাচিত হন তিনি। তার বাবা ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি। আওয়ামী লীগ সরকার পতনের পর তাকে সিটি করপোরেশনের পদ থেকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার।

এই বিভাগের আরো খবর