রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

সালামি প্রাপ্তির আনন্দ ভুলবার নয় : জেলা তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা

প্রকাশিত: ৩১ মে ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সার্বজনীন ঈদ উৎসব আয়োজন চলছে সর্বত্র। ঈদ মানে সীমাহীন আনন্দ। মুসলমানদের জন্য ঈদুল ফিতর উদযাপনকে ঘিরে চলে নানা প্রস্তুতি আয়োজন।  ঈদুল ফিতরকে উদযাপন নিয়ে যুগের চিন্তা ২৪’কে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার  সিরাজ-উদ-দৌলা।

 

ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নিয়ে জেলা তথ্য অফিসার বলেন, এবারের ঈদ নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পরিবারের সাথে কাটানোর আশা আছে, ছোট মেয়েটা অসুস্থ, হাসপাতালে ভর্তি। আর তাই প্রতিবারের ন্যায় গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করা হবে না। তবে সকলের সাথে ঈদকে কেন্দ্র করে অনেক দিন পর যেভাবে দেখা সাক্ষাৎ হতো সেটা ভিষণভাবে মিস করবো। আমার  মেয়েটাকে নিয়ে ব্যস্ত থাকায় ঈদকে কেন্দ্র কওে তেমন সময় দিতে না পারলেও ভাইয়ের ছেলে মেয়েদের কেনাকাটার পর্ব শেষ। 

 

ঈদ সালামি নিয়ে মজার স্মৃতিচারণ করে জেলা তথ্য অফিসার বলেন,  ছোটবেলায় বাবার কাছ থেকে উপহার হিসেবে আমরা ঈদের  যে জামা (শার্ট, প্যান্ট) পেতাম তখন যে আনন্দ হতো সেটা ভাষায় প্রকাশ করবার মতো নয়। ঈদের দিন বাবা আমাদের সকলকে ৫ টাকা করে সেলামি দিতেন আর মামা দিতেন ২০ টাকা করে, সেই প্রাপ্তির আনন্দ ভুলবার নয়। বর্তমানে ছোটবেলার মতো সেই  সালামি পাওয়া না গেলেও দিতে হয়ে অনেককে, তবে সেটাতেও তৃপ্তিই পাই।

 

শুভানুধ্যায়ীদের অগ্রীম ঈদ শুভেচ্ছা জানিয়ে জেলা তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা বলেন, ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে যাওয়া এবং আসার পথে বিভিন্ন যানবাহন কিংবা লঞ্চে, স্টিমারে যাতায়াতকারী সকল জনগণের যাতায়াত সুন্দরভাবে নিশ্চিত  হোক। সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের দ্বারা সকল সেবামূলক প্রতিষ্ঠান তাদেও সেবার মাধ্যমে যে কোন ধরণের দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সকলের দৃষ্টি রাখার অনুরোধ জানাই। নিরাপদ, সুন্দর এবং আনন্দের সাথে প্রত্যেকের ঈদ কাটুক এই কামনাই করি, ঈদ মোবারক।
 

এই বিভাগের আরো খবর