শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমান, আইভীসহ ৪০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৪  


বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে রাকিব (২১) নামের এক যুবক নিহতের ঘটনায় সাবেক এমপি শামীম ওসমান, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ ১০১ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরও ৩০০ জনকে রাখা হয়েছে। নিহতের চাচাত ভাই আব্দুর রহমান (৫১) বাদী হয়ে গত ১৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ আদালতে আবেদন করলে আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করা হয়।

 


মঙ্গলবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। তিনি বলেন, মামলাটি কোর্টের নির্দেশ রেকর্ড হয়েছে।
 

 


মামলার এজাহারের অন্যান্য আসামিরা হলেন, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫) সিদ্ধিরগঞ্জ থানা আ:লীগের সভাপতি মজিবুর রহমান (৭৮), সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৬২), থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি (৫৫), সাবেক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূর উদ্দিন মিয়া, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, তানজিম কবির সজু (৪১) সহ আ:লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 


মামলার এজাহারে তুলে ধরা হয়েছে, গত ৫ আগষ্ট আন্দোলন চলাকালীন সময়ে ভিকটিম রাকিব তার পেশাগত কর্মে যাওয়ার উদ্দ্যেশ্যে বের হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দশ তলা অংশের ওভারব্রিজের নিচে গুলিবিদ্ধ হয়ে সড়কে লুটিয়ে পরে। পরবর্তীতে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।     এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর