বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

সুসময়ের নৌকা প্রত্যাশীরা পলাতক

এম মাহমুদ :

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪  

জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসলেই আওয়ামীলীগের শাসন আমলে ডজন ডজন নেতা আওয়ামীলীগের প্রতীক নৌকার মনোনয়ন প্রত্যাশা করতেন। কিন্তু আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া ১০নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল কর্মসূচি থাকলেও সেই কর্মসূচির পালনের ক্ষেত্রে প্রকাশ্যে দূর থাক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল না কোন আলোচনা ক্ষমচ্যুত আওয়ামীলীগের নৌকার মনোনয়ন নিয়ে বছরজুড়ে বাকযুদ্ধে লিপ্ত নেতাদের।

 


সূত্র বলছে, আওয়ামীলীগের শাসন আমলে সংসদ নির্বাচন আসলেই নারায়ণগঞ্জ-৩, ৫ আসনে দেখা যেত প্রার্থীদের ছড়াছড়ি। এরমধ্যে উল্লেখযোগ্য ছিল নারায়ণগঞ্জ-৩  সোনারগাঁ) যেখানে একই পরিবারের তিন জন প্রার্থী হয়েছিলেন বাবা,মা, ছেলে তার হলেন- সোনারগাঁ উপজেলার সাবেক চেয়ারম্যান এড.সামসুল ইসলাম ভূইয়া, তার স্ত্রী শিরিন বেগম, তার ছেলে মারুফুল ইসলাম ঝলক। এছাড়া সোনারগাঁয়ে কেন্দ্রীয় নেতা হিসেবে পরিচিত এইচ এম মাসুদ দুলাল, দীপক কুমার বণিক দিপু এবং সাবেক সাংসদ কায়সার হাসনাত ও ড. আবু জাফর চৌধুরী বিরু। তার উভয়েই সারাবছর আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেকে বাকযুদ্ধে লিপ্ত থাকত কেউ কাউকে ছাড় দিতে নারাজ ছিলেন। কিন্তু গত ৫ আগস্টে আওয়ামীলীগের পতনের পর প্রকাশ্যে না দেখা গেলেও তাদেরকে সামাজিক মাধ্যমে রয়েছে নিশক্রিয়। 

 

এছাড়া ১০নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল কর্মসূচি থাকলেও সেটা পালনে ছিল তাদের নীরবতা। অপরদিকে নারায়ণগঞ্জ-৫ আসনেও জাপাকে সরিয়ে সেখানে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জি এম আরাফাত এরা সকলেই নারায়ণগঞ্জ-৫ (বন্দরে) জাতীয় পার্টিকে হটাতে নৌকার মনোনয়ন প্রত্যাশা করেছেন। এছাড়া এই নৌকার মনোনয়ন প্রত্যাশীরা একে অপরের সাথে বছর জুড়েই বাকযুদ্ধে লিপ্ত থাকতেন। 

 

কিন্তু এই নৌকার মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থাকা নৌকা  প্রত্যাশী নেতারা আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেখিয়ে দিয়েছেন তাদের আসল রূপ। আওয়ামীলীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা গাঁ ডাকা দিলেও আন্ডারগ্রাউন্ড থেকেও কোন প্রকার টু শব্দ করে না আওয়ামীলীগের নেতারা। যার কারণে ১০নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল কর্মসূচি দিলেও তারা অংশগ্রহণ দূর থাক সামাজিক মাধ্যমেও ছিল নিস্ক্রিয়। এখানেই স্পষ্ট হয়ে গিয়েছে মনোনয়নের নামে নৌকা., নৌকা করা আওয়ামীলীগ নেতাদের রাজনৈতিক আদর্শ। 

এই বিভাগের আরো খবর