শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

সোনারগাঁ পৌরসভায় দীপের ইফতার বিতরণ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩  



পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপের পক্ষ থেকে তিন শতাদিক অসহায় দুস্থ জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করা হয়। গতকাল রবিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ঘটিকায় মোবারক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে সোনারগাঁ পৌরসভার আদমপুর বাজারে তিন শতাধিক অসহায় দুস্থ জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করেন মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ওসমান গণি, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খোকন  মোল্লা, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোতালেব, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জনাব হানিফ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবেদ হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সিরাজ, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জনাব শিপন।

 

 

এবং সোনারগাঁ পৌরসভা আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ খোকন, সোনারগাঁ পৌরসভা আওয়ামীলীগ নেতা কাউসার, মোগরাপাড়া ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক রেদোয়ান ইসলাম, আওয়ামী নেতা নজরুল ইসলাম, যুবলীগ নেতা শাহজালাল, আলী হোসেন, মো: রাসেল, সোনারগাঁ উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি নাহিদুল ইসলাম খোকন।

 

 

এবং সোনারগাঁ পৌরসভা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আরাফাত ইসলাম সিয়াম, পিরোজপুর ইউনিয়ন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মো: সেলিম, বারদী ইউনিয়ন ছাত্রলীগ সিনিয়র সহ সভাপতি কবির প্রধান প্রমুখ। এছ্ড়াা সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এন.হুসেইন/জেসি