বুধবার   ১৩ নভেম্বর ২০২৪   কার্তিক ২৮ ১৪৩১

সোনারগাঁয়ে আওয়ামী লীগের পার্টি অফিস দখল করে বিএনপির সমাবেশ

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৪  


সোনারগাঁয়ে আওয়ামীলীগের পার্টি অফিস দখল করে বিএনপি সমাবেশ করেছে। বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোনারগাঁ বিএনপি'র কর্তৃক আয়োজিত জনসভায় আওয়ামীলীগের সোনারগাঁ উপজেলা শাখার মোগরাপাড়া চৌরাস্তা পার্টি অফিস দখলে নেয় বিএনপির নেতা কর্মিরা। আওয়ামীলীগের পার্ট অফিসের সামনে মিউজিক ট্রাক রেখে শিল্পী দিয়ে গান পেিরবশন করা হয়।

 

 

কর্মিরা পার্টি অফিসের ভিতরে গিয়ে নাচতে থাকে, আওয়ামীলীগ অফিসের ছাদে মাইক লাগানো হয়, ব্যানার, প্যাষ্টুন দিয়ে সাটানো হয়। অফিসের সামনে সভার মঞ্চ তৈরি করা হয়।  মোগরাপাড়া চৌরাস্তা এলাকার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জনদুর্ভোগে পরে দুরপাল্লার যাত্রিবাহী মানুষ। আটকিয়ে যায় মালবাহী ট্রাক, লড়ি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বিকাল প্রায় ২টা থেকে ৬টা পর্যন্ত প্রায় ৪ ঘন্টা যানজটে পরে ঘর মুখি মানুষ।

 

 

অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বাবুল। গতকাল বৃহস্পতিবার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে। থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম আজাদ, আরো বক্তব্য রাখেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহসভাপতি, নজরুল ইসলাম টিটু, রফিকুল ইসলাম বিডিআর।

 

 

এ সময় সোনারগাঁ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থিত ছিলেন।  সভা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি রেলি প্রদর্শিত হয়। এ সময় মহাসড়কের দীর্ঘ পথ যানজটের সৃষ্টি হয়। জনদুর্ভোগ চরন আকার ধারণ করে।     এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর