মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪   পৌষ ১০ ১৪৩১

সোনারগাঁয়ে জাপা-নৌকার চ্যালেঞ্জ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩  


নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে নৌকা-লাঙ্গলের চ্যালেঞ্জিং লড়াই হতে যাচ্ছে। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কায়সার হাসনাত ১০ বছর পর আসনটি ফিরে পেতে মরিয়া। অপরদিকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা হ্যাটট্রিক বিজয় নিশ্চিত করতে আটঘাট বেঁধে মাঠে নামছে। এতে করে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা-লাঙ্গলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।

 


দলীয় সূত্রগুলো বলছে,  ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে লিয়াকত হোসেন খোকা ছাড় দেয় নৌকার মনোনীত প্রার্থী মরহুম মোশারফ হোসেন। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে লিয়াকত হোসেন খোকাকে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। পরবর্তীতে টানা দ্বিতীয় বারের মত সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় আসনটিতে জাতীয় পার্টির শক্তিশালী দূর্গ গড়ে উঠতে থাকে।

 

 

পাশাপাশি আসনটি জাতীয় পার্টির আসন হিসেবেও পরিচিতি লাভ করতে থাকে। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে এসে পুরো দৃশ্যপটই বদলে গিয়েছে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে। কারণ টানা ১০ বছর পর আসনটিতে নৌকার মনোনীত প্রার্থী নির্বাচিত করেছে আওয়ামীলীগ। তারপরও  নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে আসন ভাগাভাগির একটি শঙ্কা ছিল।

 

 

কিন্তু শেষতক আসন ভাগাভাগি না হওয়ার কারণে নৌকা-লাঙ্গল উভয় দলের প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতায় রয়ে যায়। যার কারণে প্রতীক বরাদ্দের পর থেকেই নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে নৌকার মনোনীত প্রার্থী কায়সার হাসনাত এবং লিয়াকত হোসেন খোকার মধ্যে ভোটের মাঠে হাড্ডহাড্ডি লড়াইয়ের বাতাস বইছে। লড়াই যাই হোক নৌকার মনোনীত প্রার্থী কায়সার হাসনাত চায় ১০ বছর পর সাংসদ হয়ে সোনারগাঁ আওয়ামীলীগের হাহাকার থামাতে।

 

 

অপরদিকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা চায় পূণরায় সাংসদ হয়ে হ্যাটট্রিক বিজয়ের মাধ্যমে সোনারগাঁবাসীর সেবা এবং উন্নায়ন মাধ্যমে শান্তিময় সোনারগাঁ গড়ে তুলতে। যার কারণে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে ৭ ডিসেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা-লাঙ্গলের মধ্যে চ্যালেঞ্জিং লড়াইয়ে সম্মুখীন হতে যাচ্ছে। 

এই বিভাগের আরো খবর