শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

সোনারগাঁয়ে ডা. বিরু`র উদ্যোগে ইফতার বিতরণ অব্যাহত

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩  


জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী (বিরু)’র উদ্যোগে ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তার অংশ হিসেবে (১১ এপ্রিল) মঙ্গলবার বিকেলে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার ও বৈদ্যেরবাজার ফিসারিজ ঘাট থেকে কয়েক শত অসহায়, দুঃস্থ, ছিন্নমূল, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী, রিক্সা ও সিএনজি চালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

 

 

তাছাড়া এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচারণা চালানোর অংশ হিসেবে ডাঃ বিরু জনসাধারণের মাঝে লিফল্যাট বিতরণ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করেন। উল্লেখ্য, ইতোপূর্বে তিনি মোগরাপাড়া চৌরাস্তা ও বারদী বাস স্ট্যান্ডে ইফতার বিতরণ করেছেন।

 

 

মঙ্গলবার উক্ত ইফতার বিতরণ কর্মসূচিতে সোনারগাঁ উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহমেদ মঞ্জু, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক রুবায়েত হোসেন শান্ত, সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীম, বারদী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এন.হুসেইন/জেসি