সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১

সোনারগাঁয়ে দুই দিনে প্রায় চার হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ মে ২০২৪  


সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা ৪টা পর্যন্ত উপজেলার নয়াপুর বাজার ও হাতুড়াপাড়া এলাকায় মোট ৪ টা স্পট থেকে ২৪০০ আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের ম্যানেজার এরশাদ মাহমুদের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুরাইয়া ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।

 


ম্যানেজার এরশাদ মাহমুদ জানান, উক্ত এলাকায় টানা ২ দিনের অভিযানে প্রায় ৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি। এসব অবৈধ সংযোগ সচল থাকায় দীর্ঘদিন বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে সরকার। এটি কোনোভাবেই মেনে নেয়া হবে না। আগামীতে কেউ অবৈধ সংযোগ ব্যবহার করলে ব্যবস্থা নেয়া হবে। অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ জোনের উপব্যবস্থাপক রিয়াজুল ইসলাম, সহকারী প্রকৌশলী শাহিন,উপ সহকারী প্রকৌশলী সোহেল প্রমুখ।    এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর