সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১

সোনারগাঁয়ে নান্নুর নিজ অর্থায়নে কম্বল বিতরণ অব্যাহত

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৪  


সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি ও আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নান্নুর নিজ অর্থায়ণে অত্র উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। তার অংশ হিসেবে (৫ ফেব্রুয়ারি) সোমবার অত্র উপজেলার মোগরাপাড়া, শম্ভুপুরা, পিরোজপুর ও বৈদ্যেরবাজার ইউনিয়নের অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

 

এদিন বিকেল সাড়ে ৩টায় মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদীতে অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে, যেখানে অত্র ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রোমান ও শ্রমিক লীগ নেতা রফিক উপস্থিত ছিলেন। বিকেল ৪টায় শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে, যেখানে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক বিদ্যুৎ ও রাসেল উদ্দিন।

 

 

৫নং ওয়ার্ডের মেম্বার আনিসুর রহমান শামীম, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আঃ কাইয়ুম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল ও সাধারণ সম্পাদক জিয়াউল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক রাশেদ আলম মোক্তার, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন প্রধান উপস্থিত ছিলেন। বিকেল সাড়ে ৪টায় পিরোজপুর ইউনিয়নের বটতলা বাজারে অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

 

যেখানে ১নং ওয়ার্ডের মেম্বার খোরশেদ ফরাজী, উপজেলা যুবলীগের সহ সম্পাদক সিরাজ, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা হাজী মোতালিব, বিকেল সাড়ে ৫টায় বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া মনারবাগে অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে, যেখানে সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নান্নু বক্তব্য রাখেন।

 

 

তাছাড়া এসময় বৈদ্যেরবাজার ইউপি'র ৩নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন বাবু, ৪নং ওয়ার্ডের মেম্বার আবুল হোসেন, ৫নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা মেম্বার উর্মি আক্তার সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর