রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

সোনারগাঁয়ে যৌথবাহিনীর  হাতে ডাকাত গ্রেপ্তার

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪  



সোনারগাঁওয়ে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ বিল্লাল হোসেন সাগর (২৫) নামে এক ডাকাতকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (৯ অক্টোবর) ভোরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী মজলিস এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী।  আটককৃত বিল্লাল হোসেন সাগর বাড়ীমজলিশ এলাকার বাহাউদ্দিনের ছেলে।

 

 সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী বলেন, ভোরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী মজলিস এলাকার একটি গ্যারেজ থেকে সেনাবাহিনী ও পুলিশের অংশ গ্রহণে যৌথবাহিনী তাকে আটক করে। তার নামে ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে।       এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর