বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২৭ ১৪৩১

সোনারগাঁয়ে সমন্বয়কদের গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

যুগের চিন্তা রিপোর্ট :

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪  

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা ও অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- উপজেলার পিরোজপুর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন ও ঘটনাস্থলের পাশের গ্রামের মোবারক হোসেন। 

 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, সমন্বয়কদের গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এরা চিহ্নিত ছিনতাইকারী। এদের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে। তবে তারা এখনো এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেনি।  আমরা রিমান্ড চেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করব। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। 

 

উল্লেখ্য, গত রোববার ৮ ডিসেম্বর রাত ২টার দিকে সাংগঠনিক কাজে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়ায় একদল ছিনতাইকারী সমন্বয়কদের বহনকারী মাইক্রোবাসটিতে হামলা করে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

এই বিভাগের আরো খবর