বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

সোয়েব মনিরের ‘৫নং ঘাট’ এখন ইউটিউবে

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩  



দেশের অন্যতম অভিনয় শিল্পী ও নারায়ণগঞ্জের সন্তান সোয়েব মনিরের নতুন ওয়েব ড্রামা মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় ‘উঠান পিক্সরুম’ নামক ইউটিউব চ্যানেলে ওই ওয়েব ড্রামা প্রকাশ করা হয়।

 

 

এক বিজ্ঞপ্তিতে সোয়েব মনির গণমাধ্যমকে জানান, বাস্তবধর্মী গল্পে নির্মিত হয়েছে ‘৫নং ঘাট’। নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর ঘাট এলাকাকে কেন্দ্র করে এর গল্প ও দৃশ্য ধারণ করা হয়েছে।

 

 

তিনি সকলকে ওয়েব ড্রামাটি দেখার অনুরোধ জানান। এতে অভিনয় করেছেন সালমান শাহরিয়ার, মৌরিন শেখ, মৌন লাকী, স্বর্ণলতা, শামীম, বাদশাসহ অনেকেই। এন.এইচ/জেসি