Logo
Logo
×

আদালতপাড়া

স্ত্রীকে হত্যার ২৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ১০:০১ পিএম

স্ত্রীকে হত্যার ২৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

 

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ে ২৪ বছর পর স্বামী এবাদুল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্ত এবাদুল্লাহ রূপগঞ্জের টাওরা এলাকার বাসিন্দা ফজলু মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক। আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী সালাহ উদ্দিন সুইট ও কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০০ সালের ২ ফেব্রুয়ারি এবাদুল্লাহর সঙ্গে রূপগঞ্জের টাওরা এলাকার বাসিন্দা নজুমুদ্দিনের মেয়ে লিপি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে ছিল। বিভিন্ন সময় এবাদুল্লাহ তার স্ত্রীকে মারধর করতেন। এর জের ধরেই ওই বছরের ৫ জুলাই লিপি আক্তারকে হত্যা করে পালিয়ে যান এবাদুল্লাহ।

 

এ ঘটনায় নিহত লিপি আক্তারের বাবা নজুমুদ্দিন রূপগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা করেন আদালত। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন