স্পাইডার ম্যান সিনামায় এবার বাংলাদেশি
যুগের চিন্তা বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ০৪:৫৯ পিএম
বাংলাদেশি ওয়াহিদ ইবনে রেজা এবার তিনি যুক্ত হলেন বহুল প্রতীক্ষিত 'স্পাইডার ম্যান' সিনেমায়। আগামী ১৭ ডিসেম্বর মুক্তি পাবে ‘স্পাইডার ম্যান’ সিরিজের নতুন ছবি ‘নো ওয়ে হোম’।
মার্বেল এর এ সিনেমাতে ডিজিটাল প্রডাকশন ম্যানেজার হিসেবে যুক্ত আছেন ওয়াহিদ। বিষয়টি তিনি তার নিজের এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি।এর আগেও হলিউডের বেশ কিছু সিনেমায় যুক্ত ছিলেন।
ফেসবুকে ওয়াহিদ লেখেন, 'আমি সবসময়ই 'স্পাইডার ম্যান'র ভক্ত৷ আমার দেখা প্রথম সুপারহিরো বলেই নয়, ‘স্পাইডার ম্যান’র সব কিছুই আমার ভালো লাগে। ইচ্ছে ছিল কাজ করার। সেটা পূরণ হতে যাচ্ছে।"
ওয়াহিদ বর্তমানে নামজাদা প্রতিষ্ঠান ডিজিটাল ডোমেইনে কর্মরত আছেন। হলিউডের সুপার হিরোদের পেছনের কারিগর বলা হয় তাকে।
ভিজ্যুয়াল ইফেক্টস, প্রডাকশন, ডিজিটাল, ভাষা কোচসহ নানাভাবে যুক্ত থাকছেন হলিউডের ছবির সঙ্গে।