শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রঃ) ওরশের নিশান উত্তোলন

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩  



ঐতিহ্যবাহী গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দীন চিশতী আজমীরি (রঃ) এর ১৭ ফেব্রুয়ারীর ওরশ মোবারক উপলক্ষে নাসিক ২৪ নং ওয়ার্ডস্থ নবীগঞ্জ বাজারে ওরশ কমিটির সভাপতি মো. ফায়সাল আহম্মেদের নির্দেশনায় গতকাল বাদ মাগরিব মিলাদ ও দোয়ার মধ্যে দিয়ে নিশান উত্তোলন করেন ওরশ উদযাপন কমিটির সদস্যরা।

 

 

নিশান উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রঃ) এর ভক্ত, আশেকানরা ও ওরশ উদযাপন কমিটির সদস্য বিন্দুরা।

 

 

এসময় ওরশ কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. আনোয়ার হোসেন, মো.মামুন, মো.রাজু. মো.চাঁন মিয়া, মো.জাহাঙ্গীর, মো.আসলাম, মো.বিল্লাল, মো. তোবারক হোসেন, মো.লিটন। 

 

 

মো.ওসমান, মো. জাকির হোেিসন, মো. ইসমাঈলসহ আরোও অনেক ভক্ত ও আশেকানরা । মোনাজাত ও দোয়া পরিচালনা করেন, ইসমাঈল চিশতী (রঃ) জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা শহিদুল্লাহ। এন.এইচ/জেসি