রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

হাসপাতালের সামনে সম্মেলনে রোগীদের চরম ভোগান্তি

এম সুলতান

প্রকাশিত: ১ আগস্ট ২০২৩  


বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে খানপুর হসপিটাল রোডে দুপুর থেকে প্রায় ১৫/২০ টি মাইক লাগিয়ে তারা বক্তব্য রাখেন। তাতে হাসপাতালে থাকা ভর্তি রোগিদের পড়তে হয় চরম ভোগান্তিতে। হসপিটালে ভর্তি রয়েছে শত শত রোগী।

 

 

হাসপাতালের পাশেই রয়েছে মসজিদ ও সরকারি কোয়াটার।  সেসব স্থানে উচ্চ ভলিয়মে মাইক বাজিয়ে চলে সভা সমাবেশ। সোমবার (৩১ জুলাই) দুপুর থেকে নারায়ণগঞ্জ শহরের খানপুরে স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আসে নেতাকর্মীরা।

 

 

ফলে আরো বেশি সমস্যায় পরছে চিকিৎসা নিতে আসা মানুষ ও স্বজনরা। সম্মেলনে প্রায় ২০/২২  হাজার নেতাকর্মীর উপস্থিত হন। এছাড়া নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সেচ্ছাসেবকলীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের ফেস্টুন, বিলবোর্ড, ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা। 

 

 

এবিষয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ফারুক জানান, এখানে আসে মানুষ ভালো হতে সুস্থ হতে কিন্তু বর্তমানে এখানে আসলে আরো বেশি অসুস্থ হয়ে পরবে। কারণ বতর্মানে রাজনৈতিক দল গুলো অনেক দিন ধরে এ হাসপাতাল রোডে মিটিং মিছিল করে। তাতে রোগিদের অনেক সমস্যা হয় ও ঠিকমত সাধারণ মানুষ তাদের জন্য চিকিৎসা নিতে আসতে পারে না।

 

 

তাই আমি সকলকে বলবো আপনার অন্যখানে মিটিং মিছিল করেন আর রোগীদের শান্তিতে সেবাটা নিতে দেন । আজকে তারা যে পরিমান মাইক ব্যবহার করছে তাতে রোগিদের শান্তিতে থাকা হারাম হয়ে গেছে। 

 

 

খানপুর ৩০০ শয্যা হসপিটালের চিকিৎসা তত্তাবধায়ক (উপ-পরিচালক, স্বাস্থ্য) ডাঃ মোঃ আবুল বাসার বলেন, এখানে যে পরিমাণ আওয়াজ করছে তাতে রোগিদের অনেকটা সমস্যায় পড়তে হয়েছে। এ জায়গাটা হলো সিটি করর্পোরেশনের, তাই আমরা বেশি কিছু বলতে পারি না। তবে যারা এখানে অনুষ্ঠান করে; মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করা উচিত যে, পাশে একটি হাসপাতাল রয়েছে।  এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর