বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

হেরিটেজ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩  



হেরিটেজ স্কুল নারায়ণগঞ্জ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার ১১ ফেব্রুয়ারী সকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অন্যান্য বছরের মত এবারও এই নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার দায়িত্ব ছিল ক্রীড়া উদযাপন কমিটির উপর। কমিটির  সদস্যদের একান্ত প্রচেষ্টায় সুন্দরভাবে ক্রীড়ানুষ্ঠান পরিচালিত হয়।

 

 

ক্রীড়ানুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম মিয়া উদ্বোধন করেন। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল খুবই বৈচিত্র পূর্ণ। পচিঁশটির ও বেশি বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন রকমের দৌড়, লাফ, লৌহগোলক নিক্ষেপ , চাকতি নিক্ষেপ, দ্রুত হাঁটা, মার্বেল দৌড় ইত্যাদি।

 

 

ছাত্র ও  ছাত্রীদের জন্য পৃথক পৃথক বিষয় নির্ধারিত ছিল। যেমন খুশি তেমন সাজ এবং আমন্ত্রিত মহিলাদের জন্য বালিশ খেলা অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য । ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। ভাইস প্রিস্নিপাল  সানজিদা ইয়াসমিন ও মোঃ দেলোয়ার হোসেন কাজল বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন।

 

 

এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদ্যাপিত হয়েছে। বিদ্যালয়ের বিশাল মাঠ সাজানো হয়েছে সুন্দরভারবে। খেলাধূলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দশর্কদের আনন্দ দিয়েছে। বার্ষিক ক্রীড়ানুষ্ঠানটি বিদ্যালয়ের গৌরবজনক ইতিহাসে নতুন মাত্রা সংযোজন করেছে। এন.হুসেইন/জেসি

এই বিভাগের আরো খবর