হোন্ডাবাহিনীর তাণ্ডবে উত্তপ্ত শহর-বন্দর
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩
# হোন্ডাবাহিনীর নেতা পিজা শামীম গ্রেপ্তার না হওয়ায় ভয় কাটেনি: তানভীর
# ছয় জন গ্রেপ্তার, বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে : এসপি রাসেল
নারায়ণগঞ্জের বন্দরে হোন্ডাবাহিনীয় নিয়ে জায়গা দখলের অভিযোগ উঠেছে। এসময় জমি দখলে বাধা দেওয়ায় সন্ত্রাসী বাহিনীর গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। সেকেন্ড ইন কমান্ড আলী হায়দার শামীম ওরফে পিজে শামীমকে প্রধান আসামী করে বন্দর থানায় মামলা করা হয়। ১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৩২৫/৩২৬/৪৩৬/৪২৭/৫০৬ পেনাল কোডে বন্দর থানায় মামলা হয়।
এই ঘটনায় মামলার বাদিব তানভীর আহম্মেদ ভাবী সুমা আক্তার গুলিবিদ্ধ হয়েছে। একই সাথে তার মা মাহমুদা হক সহ পরিবারের কয়েকজন গুলিবিদ্ধ হয়ে ৪ জন আহত হয়েছেন। এদিকে এই ঘটনায় টান টান উত্তেজনার পাশা পাশি নারায়ণগঞ্জ সদর বন্দরের মানুষের সাঝে আতঙ্ক চলমান রয়েছে।
এছাড়া মামলার প্রধান শহরের সন্ত্রাসী পিজে শামীম গ্রেপ্ত্রা না হওয়ায় ভুক্তভোগী পরিবার ভয়ে আছে বলে জানান তারা। তাছাড়া ৫০ টি হোন্ডা দিয়ে এই সন্ত্রাসীরা জমি দখলের জন্য যান বলে যান এলাকাবাসি। অভিযোগ রয়েছে, পিজা শামীমের পক্ষে জায়গা দখলের জন্য তার প্রধান সহযোগি মুকিত ও মনির হোসেন কন্ট্রাক্ট করে থাকেন।
তারাই বিভিন্ন এলাকাতে তাদের অনুসারীদের হোন্ডা নিয়ে এই ধরনের জায়গা দখলে অপারেশন চালান। তাদেরকে এর আগে দুই জন জনপ্রতিনিধি হোন্ডাবাহিনী নামে অবহিত করেন। সেই সাথে এই হোন্ডাবাহিনীর লাগাম টেনে ধরার জন্য আহ্বান জানা প্রশাসনের প্রতি।
খোঁজ নিয়ে জানাযায়, গত বছরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শহরের হোন্ডাবাহিনী নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রেখেছেন। সেলিম ওসমানের গত বছরের চেম্বার অব কমার্সের এক সভায় বলেছেন, বর্তমানে কিছু উশৃঙ্খল ছেলে পেলের জন্ম হয়েছে নারায়ণগঞ্জ শহরে।
আবার আরেকটি ভাইজান গ্রুপ হয়েছে। এই ভাইজান গ্রুপের ছেলে পেলেরা লম্বা লম্বা চুল রেখে শহরে হোন্ডা দিয়ে মহড়া দেয়। এই হোন্ডাবাহিনীর সদস্যরা কে কবে কোথায় থেকে মোটর সাইকেল কিনল, আর তা নিয়ে কিভাবে রাস্তায় মহড়া দেয়। নারায়ণগঞ্জে হোন্ডা বাহিনী চলবে না।
লম্বা লম্বা চুল রেখে আমার ফ্যাক্টরিতে মোটর সাইকেল দিয়ে গিয়ে মালিকদের ধমকা ধমকি করে তারা কারা। ডিসি-এসপি সাহেব আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অন্যথায় আমরা লাল পতাকা নিয়ে রাস্তায় মিছিল করবো। তখন সাংসদের এই বক্তব্য শহরে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। তখন ১৫ দিনে মাঝে এই হোন্ডাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আল্টি মেটাম দেন সংসদ সদস্য সেলিম ওসমান।
নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জ শহরে হোন্ডা বাহিনীর আবির্ভাব হয়েছে। বিশ-পঁচিশজন হোন্ডা নিয়ে শহরে ঘুরে বেড়ায়। আমি প্রশাসনের কাছে জানতে চাই এ হোন্ডা বাহিনী কারা ? যারা রাতের আঁধারে একসাথে ছুটে বেড়ায়? নারায়ণগঞ্জ শহরকে কি আবার খুনের শহরে পরিণত করতে চায় ? এই শহরে কি আমাদের ভয়ে ভীতু হয়ে থাকতে হবে? নিশ্চয়ই না।
জানা গেছে, রাত হলেই হোন্ডা বাহিনীর তৎপরতা বেড়ে যায়। শহীদ জিয়া হলের গেটের সামনে, কলেজ রোড, খানপুর, রেলগেইট, চাষাড়া বালুর মাঠসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মহড়া দেয় হোন্ডা বাহিনী। প্রতিটি বাহিনীর কাছে একাধিক অবৈধ অস্ত্র রয়েছে যা বিভিন্ন সময় প্রদর্শনও করে থাকে বলে অভিযোগ রয়েছে।
মামলা সূত্রে জানাযায়, ১৬ মার্চ বন্দরে জাতীয় পার্টি নেতা আলী হায়দার শামীম ওরফে পিজা শামীমের নেতৃত্বে নাসির, মুকিত, ডালিম, সিজারসহ ৪০-৫০ জন সন্ত্রাসী হামলায় অংশ নেয়। তারা অন্তত ১৫-২০ রাউন্ড গুলি ছোড়েন। ঘটনার সময় পুলিশও সেখানে উপস্থিত ছিলেন বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানান।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ফরাজিকান্দা এলাকার প্রয়াত চেয়ারম্যান রাইসুল হকের ছেলে মঈনুল হক পারভেজ (৪২), তার স্ত্রী সোমা আক্তার (৩২), মা মাহফুজা হক (৬৫) এবং বিল্লাল হোসেন (৪৫) নামের স্থানীয় এক ব্যক্তি আহত হয়েছেন। গোলাগুলির ঘটনার পর এলাকাবাসী ২টি মোটরসাইকেলে আগুন দেয়। তার মাঝে পিজে শামীমের প্রধান হাতিয়ার মনিরের হোন্ডা একটি।
এই ঘটনায় বন্দর মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ্য করে ৩০জন অজ্ঞাত করে মামলা হয়। মামলার আসামীরা হলেন, মৃত রোস্তম আলীর ছেলে আলী হায়দার শামীম ওরফে পিজা শামীম, সেকান্দার মিয়ার ছেলে নুর মোহাম্মদ,রায়হান জাদা রবি,মামুন,মনির হোসেন মনা,কবির,আমির হোসেন,উৎসব,মুকিত,মুহিদ, পাঠান রনি সহ অজ্ঞাত ৩০ জনের মত।
জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, এজহার নামীয় ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।
সচেতন মহলের মতে তাদের এই বক্তব্যের পরেও নারায়ণগঞ্জ প্রশাসন নিরব থাকায় তার মাশুল দিতে হয় বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকাবাসিকে। কেননা এর আগে এমপি মেয়র হোন্ডাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বলেছেন প্রশাসনকে।
কিন্তু প্রশাসনের নিরবতায় আজকে কয়েকজনকে সম্পদ হারা হতে হচ্ছে। অপরদিকে জীবন নিয়ে মৃত্যুর সাথে লড়াই করতে হচ্ছে। তাই এই হোন্ডাবাহিনীর গুন্ডাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানান।
মামলার বাদি তানভীর আহমেদ বলেন, 'একমাস আগে পিজা শামীমের নেতৃত্বে আমাদের জায়গায় একটি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। পরে কে বা কারা সাইনবোর্ডটি খুলে ফেলে। দুইদিন আগে রাত ১টায় পিজা শামীম ও তার হোন্ডা বাহিনী আমাদের বাড়িতে এসে সাইনবোর্ড খুলেছি কেন জানতে চেয়ে হুমকি-ধমকি দেয়।
এক কোটি টাকা চাঁদাও দাবি করে। ১৬ মার্চ সকালে সাড়ে ১০টার দিকে এসে তারা বাজারের চারদিকে বাঁশের বেড়া দিতে থাকে। চারদিকে তাদের হোন্ডা-বাহিনী। পরে আমার ভাই ৯৯৯ এ পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আইসাও তাদের থামাতে পারেনি।
পুলিশের সামনেই সোয়া ১টার দিকে তারা হামলা করে। গুলি লাগে আমার ভাইয়ের বা পায়ে। তাকে বাঁচাতে গিয়ে আহত হন ভাবীসহ আরও কয়েকজন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।'
পারভেজের চাচা আবু তালেব বলেন, তার ভাই প্রয়াত রাইসুল হক ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান। সেতুর উত্তর পাশের জমিতে এখন ফরাজিকান্দা বাজার। এই জমিটির মালিক ছিলেন হাজী জহুরা বেগম। নিঃসন্তান এই নারী তার দুই সন্তানের নামে জমি লিখে দেন।
জমিটি ৩০-৪০ বছর আগে তাদের কাছ থেকে কেনেন রাইসুল হক। এ জমিটি ক্রয়সূত্রে মালিক বলে দাবি করছেন প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান ও তার মেয়ে। তাদের পক্ষ হয়ে আজমেরী ওসমানের সহযোগী আলী হায়দার শামীম ওরফে পিজা শামীম সন্ত্রাসী বাহিনী নিয়ে জমিটি দখল নিতে আসেন।'
ক্রয় করার সময় জমির পরিমাণ ৬৬ শতাংশ থাকলেও পরে তৃতীয় শীতলক্ষ্যা সেতু ও সড়ক নির্মাণের জন্য সাড়ে নয় শতাংশ অধিগ্রহণ করা হয়। বাকি সাড়ে ৫৬ শতাংশ জমি দীর্ঘদিন ধরে রাইসুল হকের পরিবার ভোগদখল করে আসছেন বলেও জানান আবু তালেব।
এই বিষয়ে জানতে চাইলে বন্দর থানার পরিদর্শক (অপারেশন) তসলিম উদ্দিন বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধে ২ পক্ষের মধ্যে মারামারি হয়েছে। সেখানে গোলাগুলির মতো ঘটনা ঘটেছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। একজন এখন পর্যন্ত গুলিবিদ্ধ হয়েছেন বলে তথ্য পেয়েছি। এই ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে।
মামলার এজহার ভুক্ত আসামীদের ১১ জনের মাঝে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, রায়হান জাদা রবি, মামুন, মনির হোসেন মনা,কবির,। এছাড়া অজ্ঞাত নামা আসামীদের মাঝে সিয়াম, পাঠান রনি নামের আরও দুজন গ্রেপ্তার করা হয়।
পুলিশ ঘটনাস্থলে ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘৯৯৯ এ ২ পক্ষের ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে অল্পসংখ্যক পুলিশ সেখানে ছিল, পরে আরও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এন.হুসেইন/জেসি
- আ.লীগের সেক্রেটারি পলাতক, ব্যবসা নিয়ে ব্যস্ত সভাপতি
- ভূইগড়ে পলিথিন কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
- ৮০ শতাংশ বিবাহিত পুরুষই নির্যাতনের শিকার : গবেষণা
- সবজির মূল্যে ঊর্ধ্বগতি
- না.গঞ্জে বেড়েছে ছিনতাই
- রূপগঞ্জে সুতা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
- গাজীর সন্ত্রাসীরা এখন দিপু ভূঁইয়ার কর্মী : সেলিম প্রধান
- ওসমান পরিবারের দোসরদের প্রতিহত করবে যুবদলের নেতাকর্মীরাই
- ফতুল্লায় শামীম ওসমানসহ ৬৩ জনের নামে হত্যাচেষ্টা মামলা
- পাগলায় অবাধে চলছে অবৈধ পলিথিন কারখানা
- আবারো ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয়
- ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ব্যবসায়ীর লাশ, ধারণা হত্যা
- নাসিক সিইও’র নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে নগরীতে ঔষধ স্প্রে
- দুর্ধর্ষ সৈকত রাজ আতঙ্কে কুতুবাইল-কাঠেরপুলবাসী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু
- লাশের ১১ টুকরা ফেলে দেয়ার পর নিশ্চিন্তে ঘুম দেন প্রেমিকা রুমা
- খুনের ঘটনা বাড়ায় উদ্বেগ
- লিটন-শান্তর নেতৃত্বে বন্দর থানা কৃষকদলের কমিটির অনুমোদন
- এক বছরে পাঠ্যবই তিনবার কিনিয়েছেন শিক্ষকরা
- এক বছরে পাঠ্যবই তিনবার কিনিয়েছেন শিক্ষকরা
- সুসময়ের নৌকা প্রত্যাশীরা পলাতক
- বাংলাদেশে দূতাবাস খুলতে চায় আজারবাইজান
- না.গঞ্জের সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন গ্রেপ্তার
- রাগে-ক্ষোভে হত্যার পর লাশ ৭ টুকরো করেন প্রেমিকা
- বিনামূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা
- শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার
- শহরের যানজট নিরসনে পাঁচ সংস্থার যৌথ অভিযান ও জরিমানা
- আকাঁশছোঁয়া দামে সবজি, চালে ঊর্ধ্বমুখী
- খানাখন্দে ভরা শিমরাইল-আদমজী সড়ক
- গণদাবির বিরুদ্ধে অনড় বাস মালিকরা!
- ওসমান পরিবারের দোসরদের প্রতিহত করবে যুবদলের নেতাকর্মীরাই
- রাগে-ক্ষোভে হত্যার পর লাশ ৭ টুকরো করেন প্রেমিকা
- গ্রেপ্তার হচ্ছেন পলাতক নেতারা
- দুর্ধর্ষ সৈকত রাজ আতঙ্কে কুতুবাইল-কাঠেরপুলবাসী
- বিতর্ক কর্মকাণ্ডে বিলুপ্তির পথে খোকন
- বিএনপির ব্যাড বুকে তাঁরা
- সুসময়ের নৌকা প্রত্যাশীরা পলাতক
- লাশের ১১ টুকরা ফেলে দেয়ার পর নিশ্চিন্তে ঘুম দেন প্রেমিকা রুমা
- ফতুল্লায় শামীম ওসমানসহ ৬৩ জনের নামে হত্যাচেষ্টা মামলা
- লিটন-শান্তর নেতৃত্বে বন্দর থানা কৃষকদলের কমিটির অনুমোদন
- না.গঞ্জের সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন গ্রেপ্তার
- ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আল-আজহারের গ্র্যান্ড ইমাম
- দুর্ধর্ষ দুই চাঁদাবাজে জিম্মিদশায় বন্দরের লক্ষণখোলা
- গাজীর সন্ত্রাসীরা এখন দিপু ভূঁইয়ার কর্মী : সেলিম প্রধান
- পাঁচ দিনের রিমান্ডে উপজেলার সাবেক চেয়ারম্যান স্বপন
- এক বছরে পাঠ্যবই তিনবার কিনিয়েছেন শিক্ষকরা
- সাবেক হুইপ বাবুর ক্যাডার সাবেক উপজেলা চেয়ারম্যান স্বপন গ্রেফতার
- ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ব্যবসায়ীর লাশ, ধারণা হত্যা
- নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- শহরের যানজট নিরসনে পাঁচ সংস্থার যৌথ অভিযান ও জরিমানা
- দাপট কমেনি মৌমিতার
- পপুলারে পজেটিভ খানপুরে নেগেটিভ
- লিংক রোডে লক্ষাধিক মানুষের ভোগান্তির নেপথ্যে এবিসি স্কুল
- শিবুমার্কেট-হাজীগঞ্জ সড়কের বেহাল দশা
- নারায়ণগঞ্জ টু পোস্তগোলা সড়কটির বেহাল দশা
- মশা আছে, মশা কামড়াবেই
- নাক চেপে চলতে হয় শামসুজ্জোহা সড়কে (ভিডিওসহ)
- সড়ক দখলে বাস মালিকদের নৈরাজ্য, দূর্ভোগ নগরবাসীর
- অব্যবস্থাপনায় ফেরিই গলার কাঁটা (ভিডিও)
- একযুগেও সংস্কার হয়নি দক্ষিণ সস্তাপুরের সড়কটি, জনদূর্ভোগ চরমে
- নগরীর পাবলিক টয়লেটগুলোর বেহাল দশা, স্বাস্থ্য ঝুঁকি
- নবীগঞ্জ ফেরিঘাটে চরম স্বেচ্ছাচারিতা
- নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের বেহাল অবস্থা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা
- কেওঢালা-অলিপুরা রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে
- ময়লার স্তূপের দুর্গন্ধ, বিপাকে শিক্ষার্থীসহ এলাকাবাসী