শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

হোসেনপুর কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩  

সোনারগাঁয়ের হোসেনপুর এস.পি.ইউনিয়ন ডিগ্রী কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বৃহস্পতিবার (১০ আগস্ট) হোসেনপুর এস.পি.ইউনিয়ন ডিগ্রী কলেজের কলেজ মিলনায়তনে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে হোসেনপুর এস.পি.ইউনিয়ন ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম আর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বজলুর রহমান (সিআইপি)।

 

আলহাজ্ব মোঃ বজলুর রহমান (সিআইপি) পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমার এক একটি সন্তানের মত। তাই চোখ-কান খোলা রেখে তোমরা পরীক্ষায় অংশ নিবে। এসময় পরীক্ষার্থীদের নানা রকম দিক-নির্দেশনা ও সুপরামর্শ প্রদান করেন।

 

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত  ছিলেন হোসেনপুর এস.পি.ইউনিয়ন ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মো. আব্দুল লতিফ, হোসেনপুর এস.পি.ইউনিয়ন ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির দাতা সদস্য কবির হোসেন বাবুল। সম্মানিত শিক্ষক ও কলেজ পরিচালনা পরিষদরের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ। 

এই বিভাগের আরো খবর