শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

১৩ দিনে হাসপাতাল নির্মাণ করলো কাজাখস্তান

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০  

ছবি: সংগৃহিত

ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে কোভিড-১৯ এর আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বিপুল সংখ্যক রোগির জন্য নির্মাণ করতে হচ্ছে নতুন নতুন হাসপাতাল। এবার করোনাভাইরাসে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য মাত্র ১৩ দিনে একটি হাপাতাল নির্মাণ করেছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। দেশটির রাজধানী নুর-সুলতানে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে।


কাজাখস্তানের অন্যতম নির্মাতা প্রতিষ্ঠান বিআই গ্রুপ হাসপাতালটি নির্মাণ করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস অব সেন্ট্রাল এশিয়া।


এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গতকাল হাসপাতালটি চালু করা হয়েছে। এটি নির্মাণে সরকারের বাজেট ছিল ১ কোটি ২৮ লাখ ডলার। এই সেবামূলক প্রতিষ্ঠানে  ২০০ শয্যা, একটি ল্যাব, ভেন্টিলেশন ব্যবস্থা, এক্স-রেসহ ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেওয়ার জন্য যাবতীয় সকল যন্ত্রপাতি রয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরও হাসপাতালটি চালু রাখা হবে।


এদিকে নুর-সুলতানে হাসপাতালটি নির্মাণের পর ফেসবুকে একটি পোস্ট দেন বিআই গ্রুপের চেয়ারম্যান আইদিন রাখিমবায়েভ। তিনি লেখেন, ‘মাঝারি বাজেটে ১৩ দিনে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। এটা কাজাখ বিশেষজ্ঞ ও পুরো নির্মাণ শিল্পের জন্য বিশাল জয়।’
 

এই বিভাগের আরো খবর