১৫ দিনের কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৫ পিএম
# ২৭ সেপ্টেম্বর জনসমাবেশ করবে জেলা বিএনপি : মুহাম্মদ গিয়াসউদ্দিন
# জেলার কর্মসূচিতে নেতার্মীদের নিয়ে অংশগ্রহণ করবে মহানগর : এড. সাখাওয়াত
গত বছরের ডিসেম্বর থেকেই লাগাতার নানা কর্মসূচির মাধ্যমে দ্বাদশ জাতীয় নির্বাচনে নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি। কখনো সেই আন্দোলন উত্তাপ ছড়ালেও দাবি আদায়ে এখনো সফল হতে পারেনি বিএনপি। দ্বাদশ জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় রয়েছে আর মাত্র আড়াই মাস। নভেম্বরেই নির্বাচনের তফসিল ঘোষণার কথাও প্রায় চূড়ান্ত। আর তাই এক দফা দাবি আদায়ে এবার ১৯ সেপ্টেম্বর থেকে টানা ১২দিনের কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিএনপি।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ঢাকা ও ঢাকার বাইরে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে অক্টোবরের ৩ তারিখ পর্যন্ত তিন দিন বিরতি দিয়ে এসব কর্মসূচি পালন করবে দলটি। গতকাল সোমবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপির এই কর্মসূচি প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন যুগের চিন্তাকে বলেন, ‘আগামী ২৭ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিএনপির এক দফা দাবি আদায়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সকল কর্মসূচি সফল করবো।’
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, গতকাল বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আমিসহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু, নজরুল ইসলাম আজাদ, বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান, কাজী মনির, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ জেলা বিএনপির ১০টি ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক অংশ নেন।
জেলা বিএনপির সাথে একই দিন কর্মসূচিতে অংশ নিবে মহানগর বিএনপি। মহানগর বিএনপির সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, ২৭ সেপ্টেম্বর জেলা বিএনপির কর্মসূচিতে আমরাও নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করবো। সামনের লাগাতার আন্দোলনে মহানগর বিএনপি থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
এদিকে বিএনপির এই কর্মসূচি প্রসঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সমমনা দলগুলো যেসব কর্মসূচিতে অংশগ্রহণ করা সম্ভব সেগুলোতে অংশগ্রহণ করবে। আর কখন আন্দোলন কোন দিকে মোড় নেবে তা রাস্তাই বলে দেবে। মানুষের স্বার্থের বাইরে গিয়ে কোনো সরকারই টিকে থাকতে পারে না। এই সরকারও টিকে থাকতে পারবে না। ইতিমধ্যে জনগণ এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’ এস.এ/জেসি