সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

২০ বছরে চীন থেকে ৫টি সংক্রামক রোগ ছড়িয়েছে: ও’ব্রায়ান

প্রকাশিত: ১৩ মে ২০২০  

ছবি: সংগৃহিত

ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়ান দাবি করছেন, গত বিশ বছরে চীন থেকে ৫টি সংক্রামক রোগ এসেছে। এই করোনার সংক্রমণের জন্য চীনকে দায়ি বলে মনে করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান। 


স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের এমন তথ্য জানান ও'ব্রায়ান।


সাংবাদিকদের ও'ব্রায়ান বলেন,  আমরা গত ২০ বছরে চীন থেকে ৫টি সংক্রামক রোগ পেয়েছি। চীন থেকে সার্স, সোয়াইন ফ্লু, অ্যাভিয়ান ফ্লু সর্বশেষ করোনার মতো ভাইরাস ছড়িয়েছে। চীন থেকে এভাবে সংক্রামক রোগ বের হতে দিতে পারি না। 


করোনা ইস্যুতে চীনকে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে সাংবাদিকদের জানান মার্কিন নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়ান। 


উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে উৎপত্তি হয় করোনা ভাইরাসের। এই প্রণঘাতী ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪০ লাখের বেশি মানুষ। মারা গেছেন ২ লাখ ৯২ হাজার ৩৫১জন।
 

এই বিভাগের আরো খবর