শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

৪০ বৎসর যাবত রমজানে সেবা দিচ্ছেন শামীম

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩  

 

সুদীর্ঘ ৪০ (চল্লিশ) বৎসর যাবত পবিত্র মাহে রমজানের সেহরীর সময় রিকশায় মাইক বসিয়ে রোজাদার মুসলমান ভাই বোনদের ঘুম থেকে ডেকে তোলার কাজ করে যাচ্ছেন আমলাপাড়ার কৃতী সন্তান, জনদরদী মো. শামীম।

 

 

এই রমজানেও তিনি আমলাপাড়া, উকিলপাড়া, কালীরবাজারসহ নারায়ণগঞ্জের বিভিন্ন অলিগলিতে লোকজনকে জাগিয়ে তোলার কাজ নিরলস ভাবে করে যাচ্ছেন। মো. শামীম সোনালী ব্যাংকের একজন কর্মচারী।

 

 

তিনি তার স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে এ মহতী উদ্দ্যোগটি নিয়ে থাকেন। তার এ কাজে সহাযোগিতা করেন কাজল বেগম, শাকিল, বাবু ও রাজা। প্রতি রমজানে তার এ কাজটি এলাকায় ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে। এ বিষয়ে কথা বললে শামীম জানান, করোনায় তার এ মহতী কাজে বিঘ্ন ঘটেছে।

 

 

সে এলাকার ধনী, গরীব সকরের কাছে সৃষ্টিকর্তার নিকট বিশেষভাবে প্রার্থনার জন্য অনুরোধ জানান। তিনি যেন মৃত্যুর পূর্ব পর্যন্ত এরকম মহতী ও নেক কাজের সাথে যুক্ত থেকে জনগণের উপকার করে যেতে পারেন এ বিষয়ে সকলের নিকট দোয়া কামনা করেন। এন.হুসেইন/জেসি